শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
The Daily Post

জামালপুরে গৃহবধূ হত্যার বিচার দাবিতে মানববন্ধন 

জামালপুর প্রতিনিধি 

জামালপুরে গৃহবধূ হত্যার বিচার দাবিতে মানববন্ধন 

জামালপুর সদর উপজোলার মেস্টা ইউনিয়নের দেউলিয়াবাড়ী এলাকার মজনু মিয়া ওরফে মমের পুত্র  আনসার সদস্য উজ্জল মাহমুদের বিরুদ্ধে তার স্ত্রী তাহমিনা জান্নাতকে পিটিয়ে হত্যা করার অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। 

সোমবার (২৪ এপ্রিল) মেস্টা ইউনিয়নের জালিয়ারপাড় আনন্দ বাজারে এ কর্মসূচি পালিত হয়। 

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন নিহতের পিতা মো. ইব্রাহীম খলিল, বোন জয়নব খাতুন, মাতা হালিমা খাতুন, ফুফাত ভাই, সাদ্দাম হোসেন ও রসুল মাহমুদ প্রমুখ। 
বক্তারা  অবিলম্বে তাহমিনা জান্নাত হত্যার আসামিদের বিচারের দাবি জানান।

উল্লেখ গত মঙ্গলবার রাতে তাহমিনা জান্নাতকে তার স্বামী পরিবার মিলে তাকে মারপিট করে হত্যা করে। এ ঘটনায় নিহতের বাবা ইব্রাহীম খলিল বাদী হয়ে নিহতের স্বামী উজ্জল মাহমুদসহ ১৩ জনকে আসামি করে ওইদিন জামালপুর সদর থানায় মামলা করেন। এ মামলায় শাশুড়িসহ চারজনকে আটক করেছে জামালপুর থানা পুলিশ। 

টিএইচ